ভালোবাসা দিবসের নাটকে তিশা-তাহসান

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়েছেন দুই ভুবনের দুই বাসিন্দা। একজন হলেন গানের জগতের রোমান্টিক গায়ক তাহসান। অপরজন হলেন অভিনয় জগতের বর্তমান মণি নুশরাত ইমরোজ তিশা। ইমরাউল রাফাতের নির্মিত ‘তোমায় ভেবে লেখা’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।

নাটক বিষয়ে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, বরাবরই বিশেষ দিবসে নাটক নির্মাণ করি। যেহেতু এটি ভালোবাসা দিবসের জন্য নির্মিত তাই ভালোবাসা নির্ভর গল্পই এটি। বাকিটা দর্শক পর্দায় দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে।

আরটিভির জন্য নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন আদনান ফারুক, সাফা কবির, নাবিলা ইসলাম, মিটুল রহমানসহ আরও অনেকে।



মন্তব্য চালু নেই