ভালবাসা দিবসে দেখুন আওয়ার নিউজের বিশেষ লাইভ শো

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে আওয়ার নিউজ বিডি পরিবার আয়োজন করেছে শুনতে চাই, শুনাতে চাই : ভালবাসা দিবসের লাইভ শো। এবারের পর্ব- ভালবাসার গল্প। এই পর্বে অতিথি হিসেবে থাকছেন মাসুম বিল্লাহ ও সুমি আফরিন নামে দুই তরুণ-তরুণী। ভালবাসার একাল-সেকাল নিয়ে আনন্দ আড্ডায় দর্শক মাতাবেন তারা। ১৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুক ব্যবহারকারীরা আওয়ার নিউজ বিডি’র অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে (www.facebook.com/ournewsbd) গিয়ে লাইভ ভিডিও’র কমেন্ট বক্সে লিখতে পারেন যেকোনো প্রশ্ন। অনুষ্ঠানে শুধুমাত্র দর্শকের রুচিশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে।

দৃষ্টি আকর্ষণ :

আওয়ার নিউজ বিডি’র সকল পাঠক/পাঠিকাদের জানানো যাচ্ছে যে, শুনতে চাই, শুনাতে চাই -এর আগামী পর্বে চাইলে আপনিও অংশ গ্রহণ করতে পারেন। আপনার ভাল লাগা, ভালবাসা, দুঃখ-কষ্ট, বিরহ-বেদনা, সাফল্যের ইতিকথা শুনাতে পারেন লাখো মানুষকে। আগ্রহী ব্যক্তিরা আওয়ার নিউজ বিডি’র নিচের ফেসবুক বা ই-মেইলে পাঠিয়ে দিন আপনার নাম ও ফোন নাম্বারটি। আর সংক্ষেপে লিখে পাঠান কি শুনাতে চান আমাদেরকে।

ফেসবুক : www.facebook.com/ournewsbd (ইনবক্সে ম্যাসেজ করুন)

ই-মেইল : [email protected]



মন্তব্য চালু নেই