ভালবাসার রঙ
ভালবাসার রঙ
তপু সারোয়ার
সূবহে সাদিকের সময়ে আলো আধাঁরির খেলাতে,
অস্ফুট আলো, অস্ফুট কালো রক্তিম কৃষ্ণাভাতে।
শরতের বিদায়ে শীতের আগমনি বার্তাতে,
আউলা বাতাস ভালবাসার আবেশ দেয় মনে।
এমন রঙিন ভোরে ব্রক্ষ্মপুত্র নদীর পাড়ে,
তুমি আর আমি হেটে যাচ্ছি হাতে হাত রেখে।
সাঁজিয়েছো তুমি আমায় সাদা পাঞ্জাবি ব্লু- জিন্সে,
তুমি হালকা নীল শাড়িতে, অপ্সরা যেন পৃথিবীতে।
তোমার খোলা ঘনকালো চুল নিয়ে বাতাস খেলে,
নদীর ঢেউগুলো সে কথা বলে মৃদু মৃদু ছন্দে।
ওপাড়ের সাদা কাঁশফুল শুভ্রতায় তোমায় দেখে,
ভালবাসার পরশঁ পাঠায় নদীর ঢেউয়ের গর্জনে।
হাটছি দু’জনে মাঝে মাঝে দেখছি একে অপরকে,
নির্বাক উভয়ে অথচ প্রেমের কাব্য লিখছি নিরবে।
তোমার আমার স্বর্গীয় ভালবাসার লীলাতে,
সমগ্র সৃষ্টি মেতেছে জোয়ার ভাটার খেলাতে।
স্মরনীয় করে রাখতে তোমার আমার স্বপ্নীল মিলনকে,
ব্রক্ষ্মপুত্রের পানি নীল, আকাশ নীল ভালবাসার রঙে।
মন্তব্য চালু নেই