ভালবাসার এক নতুন মানুষ মডেল পলাশ খান
সাংস্কৃতিকে প্রত্যেকটি মানুষ ভালবাসে। আর মানুষের ভালবাসার বস্তু সংস্কৃতি । সেই ভালবাসার মানুষদের মধ্যে নতুন আর একটি মানুষ পলাশ মাহমুদুল খান। অল্প কিছু সময় মিডিয়া পাড়ায় পা রাখলেও ইতি মধ্যে তার কয়েকটি খন্ড নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং বিজ্ঞাপন এর কাজ করেছেন।
সম্প্রতি গীতিকার, সুরকার রোহান রাজ এর একটি গানের মডেল হিসেবে কাজ করেছেন। এই ঈদে তার গানটি বাজার আসছে। এছাড়া ক্লোজআপ ক্ষেতি সাব্বির জামান এর আর একটি গানের মডেল হিসেবে কাজ করেছে।
এছাড়া এই মডেল ও অভিনেতার হাতে আছে কিছু কাজ। বিজয় টিভিতে একটি ধারাবাহিক এ নিয়মিত কাজ করছেন। তার প্রত্তাশা দর্শকদের সহযোগীতা পেলে সে একদিন অনেক বড়মাপের মডেল ও অভিনেতা হবেন।
বর্তমান এ শিমুল এ্যাড মিডিয়া থেকে ১টি স্মার্ট সুইস এর বিজ্ঞাপন এর ব্যাপারে কথা চলছে ! আশা করি খুব দ্রুতই কাজ শুরু হবে !
মন্তব্য চালু নেই