ভারত-বাংলাদেশের পণ্য আমদানি কার্যক্রম দু’দিন বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুইদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। তবে এ সময় শুধু চালু থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীনুর ইসলাম শাহীন জানান, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে । এ ছাড়া আগামীকাল শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা বন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্তের কথা মৌখিকভাবে জানিয়েছেন। ওই দিন বাংলাদেশে জাতীয় শোক দিবস থাকায় সরকারি ছুটি রয়েছে।
রোববার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চলবে।
হিলি আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম চলবে।
মন্তব্য চালু নেই