ভারত ছেড়ে কেন চলে গেলেন? মুখ খুললেন লুলিয়া
বেশ কিছুদিন হল ভারত থেকে চলে গেছেন লুলিয়া ভানটুর। বলিউডে সকলে জানেন, ভিসা সমস্যাই এর মূল কারণ। কিন্তু একটু খোঁজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, সালমান খানের সঙ্গে সম্পর্কে ভেঙে গেছে এই রোমানিয়ান সুন্দরীর। সে কারণেই নাকি ভারত ছেড়ে চলে গেছেন। সত্যিই কি তাই? এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে সম্প্রতি রোমানিয়ায় এক সাক্ষাত্কারে ভারত সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন লুলিয়া। ভারত ছেড়ে কেন চলে গেলেন দিয়েছেন সে ব্যাখ্যাও।
কী বলেছেন? লুলিয়ার কথায়, ‘আমার থিয়েটারের কেরিয়ারের ক্ষতি হয়ে যাচ্ছিল। সে জন্যই আমি ভারত ছাড়তে বাধ্য হলাম।’
ভারতে থাকার সময় কী কী শিখেছিলেন লুলিয়া? ‘আমি ভারতে গিয়ে হিন্দি শিখতে শুরু করেছিলাম। ওখানকার মানুষ, তাদের সংস্কৃতি, ভাবনা-চিন্তা সব কিছুই আলাদা। কারও কোনো প্রাইভেসি নেই। এক বাড়িতে অনেক মানুষ বাস করেন। আমি আগে যে জামাকাপড় পরতাম সেগুলো ওখানকার সকলের বেশ ছোট মনে হত। ফলে রাস্তায় কী জামা পরে বেরোব সেগুলোই নতুন করে শিখতে হল’ বললেন তিনি। এই সাক্ষাত্কার প্রকাশ্যে আসার পর বি-টাউনের অনেকেই বলছেন, সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভবনাই নেই।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য চালু নেই