ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবেন মুশফিক-তামিমরা, জেনে নিন কবে-কখন?

আগামী মাসে ভারত সফরে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহীমের বাংলাদেশ দল। আগে শোনা গিয়েছিল হায়দ্রাবাদ রঞ্জি দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

কিন্তু ভারত (বিসিসিআই) ও বাংলাদেশ বোর্ডের (বিসিবি) যৌথ বিবৃতিতে শুক্রবার বিকেলে জানানো হয়েছে ‘এ’ দলের বিপক্ষে খেলবে মুশফিকের দল। ম্যাচটি ৫ ফেব্রুয়ারি শুরু হবে।

এই প্রথম ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ভারতের আতিথ্য কখনো পায়নি বাংলাদেশ।

সেটা হচ্ছে বটে তবে তা মাত্র এক ম্যাচের জন্য। ২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদ যাবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ হবে সিকান্দারাবাদের জিমখানা মাঠে।

৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু। বিসিসিআই এখনো প্রস্তুতি ম্যাচ বা টেস্টের জন্য তাদের দল ঘোষণা করেনি। নিউজিল্যান্ড সফর শেষ করে মাত্র দেশে ফিরেছে বাংলাদেশ দল। এখনো সফরের দল চূড়ান্ত করা হয়নি।

২ ফেব্রুয়ারি ২০১৭, বাংলাদেশ দল হায়দ্রাবাদ পৌঁছাবে।
৩ ফেব্রুয়ারি, ২০১৭, বিশ্রাম/অনুশীলন
৪ ফেব্রুয়ারি, বিশ্রাম/অনুশীলন
৫-৬ ফেব্রুয়ারি, ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, সিকান্দারাবাদের জিমখানা গ্রাউন্ডে।
৭ ফেব্রুয়ারি, বিশ্রাম/অনুশীলন, রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
৮ ফেব্রুয়ারি, অনুশীলন, রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
৯-১৩ ফেব্রুয়ারি, ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট, রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
১৪ ফেব্রুয়ারি, ঢাকার উদ্দেশ্যে ভারত ছাড়বে বাংলাদেশ দল।



মন্তব্য চালু নেই