ভারত-উইন্ডিজের সম্ভাব্য একাদশ

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরেকটি বিশ্বকাপ ফাইনালের সামনে দাঁড়িয়ে ভারত। অন্যদিকে গেইলে মজে বিশ্বকাপ নিজেদের করে নিতে উদগ্রীব ওয়েস্ট ইন্ডিজ। এমন লড়াইয়ের আগে দুই দলের একাদশ নিয়ে চলছে কাটছেরা।

টুর্নামেন্টের শুরু থেকে ভারত অপরিবর্তিত দল খেলিয়ে এসেছে। এই দলটা বেশ কয়েক মাস ধরে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে। কিন্তু যুবরাজ ইনজুরিতে পড়ায় মিডল অর্ডার নিয়ে চিন্তায় পড়েছে দলটি। মনিশ পাণ্ডে, অজিঙ্কা রাহানে নাকি পবন নাগি-কাকে সুযোগ দেয়া হবে সেটাই দেখার বিষয়। অন্যদের অপরিবর্তিতই থাকার সম্ভাবনা বেশি।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মনিশ/অজিঙ্কা/পবন, ধোনি, হার্দিক পাণ্ডে, জাদেজা, অশ্বিন, জসপ্রীত বুমরাহ, নেহেরা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আজ ফ্লেচারকে পাচ্ছে না। যুবির মতো ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনিও। তার পরিবর্তে লিন্ডল সিমন্সকে উড়িয়ে এনেছে দলটি। সিমন্স ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বেশ অভিজ্ঞ। তাকে আজ নামানো হবে কি না সেটাই দেখার বিষয়।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: গেইল, জনসন চার্লস, লিন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, ব্রাভো, রাসেল, সামি, ব্রেথওয়েট, সুলেমান বেন, স্যামুয়েল বদ্রি।



মন্তব্য চালু নেই