ভারতে স্বামীকে গাছে বেঁধে বাংলাদেশি গৃহবধূকে গণধর্ষণ!
ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক ব্যক্তিকে গাছে বেঁধে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করেছে ওই দেশের তিন যুবক। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ)। আটক হওয়া ওই যুবকের নাম সিকান্দর চৌহান।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি থানার উজাল এলাকায়। তবে রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বাংলাদেশি এক দম্পতি সন্তানকে
নিয়ে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপরই স্থানীয় তিন যুবক তাদের পথ আটকায়।
যুমনা নদীর পাশে পাট ক্ষেতে বেঁধে রাখা হয় স্বামীকে। তার চোখের সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
টহলের সময় বিএসএফের নজরে আসে বিষয়টি। ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষমও হয় তারা। পলাতকদের মধ্যে একজনের নাম নয়ন চৌহান।
ওই বাংলাদেশি দম্পতি ও অভিযুক্তকে হিলির বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। -বাংলামেইল
মন্তব্য চালু নেই