ভারতে সালাহ উদ্দিনের বিচার শুরু
অবৈধ অনুপ্রবেশের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিচার শুরু হয়েছে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের আদালতে। শিলংয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার বিকেলে তার বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন করেন।
মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় পাবলিক প্রসিকিউটর (পিপি) আইসি ঝা ও সালাহ উদ্দিনের পক্ষে এসপি মোহান্ত অংশ নেন।
আদালত আগামী ৩০ জুলাই তার মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স এ্যাক্ট-১৯৪৬ অনুযায়ী সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে মেঘালয় পুলিশ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
গত মার্চের প্রথম দিকে ঢাকার উত্তরা থেকে অপহৃত হন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। এর প্রায় আড়াই মাস পর ১১ মে ভোরে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় পুলিশ তাকে আটক করে। সালাহ উদ্দিন আহমেদ ৫ জুন জামিন নিয়ে শিলংয়ের একটি কটেজে রয়েছেন।
মন্তব্য চালু নেই