ভারতে পুলিশের ভুঁড়ি কমালেই পুরস্কার
পুলিশের ভুঁড়ি কমাতে এবার পুরস্কার ঘোষণা করেছে ভারত। দেশটির গুজরাটের এক পুলিশ সুপার তার সদস্যদের জন্য এ অভিনব পুরস্কার ঘোষণা করেছে। ভুঁড়ি কমাতে পারলেই দেয়া হবে নগদ টাকার পুরষ্কার।
গুজরাটের সুরেন্দরনগর জেলার ওই পুলিশ সুপারের নাম দীপক মেঘানি। পুলিশ সদস্যদের শারীরিকভাবে ফিট করতে এমন অভিনব কৌশল গ্রহণ করলেন তিনি।
ভুঁড়ি কমাতে পারলেই মিলবে ৫শ’ রুপি পর্যন্ত নগদ পুরস্কার। পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা ৬ মাসে ১২ কিলো ওজন কমাতে পারবেন তাদেরকে নগদ ৫শ’ রুপি দেয়া হবে। যারা ৯ থেকে ১২ কিলো কমাতে পারবেন তাদের দেয়া হবে ৩শ’ রুপি। অর্থাৎ যারা ৬ থেকে ৯ কিলো কমাতে পারবেন তাদের জন্য দেয়া হবে ১শ’ রুপির নগদ পুরস্কার।দীপক মেঘানি বলেন, ওজন কমিয়ে নিজেদের ফিট করে তোলার ক্ষেত্রে উৎসাহ দিতেই এ পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগেও পুলিশের ভুঁড়ি নিয়ে দেশটিতে আলোচনার খোরাক হয়েছে।
পুলিশের ভুঁড়ি কেন- এমন অভিযোগ দিয়ে হাইকোর্টে রিট করেছেন এক ভারতীয়।
মন্তব্য চালু নেই