ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামিসহ আটক ৫
বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরের আলোচিত হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বেনাপোল চেকপোস্ট ও একটি পরিবহনের কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেনাপোল চেকপোস্ট থেকে বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে হাসমত আলীকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে বেনাপোল বাজারের একটি পরিবহনের কাউন্টার থেকে তার চার সহযোগীকে আটক করা হয়। তবে, সকালে পাসপোর্ট ছাড়াই হাসমতের স্ত্রী বেনাপোল সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছে বলে জানা গেছে। আসামি হাসমত মাদারীপুর জেলার শিবচর থানাধীন খালেক মাতব্বরের ছেলে। তার সহযোগীদের নাম পরিচয় জানা যায়নি। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোবাস যোগে মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশ তাদের নিয়ে গেছে। অভিযানে আসা শিবচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিউটন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদারীপুরের সড়কে ডাকাতির ঘটনা ছাড়াও আন্তর্জাতিক ভাবে ডাকাতির সঙ্গে তারা সম্পৃক্ত। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া আসামিদের ভারতে ও বাংলাদেশে বাড়ি রয়েছে। তারা কয়েক মাস যাবৎ আত্মগোপনে থাকার পর পাসপোর্ট তৈরি করে ভারতে যাচ্ছিল।
মন্তব্য চালু নেই