ভারতে গিয়ে গ্রেপ্তার গোপালগঞ্জের হান্নান
পশ্চিমবঙ্গের বর্ধমানের বাঁকুড়া মোড় থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার নাম হান্নান মল্লিক। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুরের পাটপট্টি এলাকায়।
বর্ধমানের মিরছোবা এলাকায় যে বাড়িতে হান্নান ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক শেখ সামুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একজন ভ্যানচালক।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রে তারা খবর পান যে হান্নানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক মাস ধরে তিনি বর্ধমানে বসবাস করছিলেন। ছাতা সারাইয়ের নামে বাড়ি বাড়ি গিয়ে সোনার বিস্কুটসহ অন্য দ্রব্য সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে হান্নান ও শেখ সামুকে গ্রেপ্তারের পর গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হয়। বিচারক দু’জনকেই ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আত্মগোপন করে এদেশে থাকার অপরাধে হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার ৭ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মন্তব্য চালু নেই