ভারতে ইন্টারনেট ব্যবহারকারী ৩৫ কোটি

ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি ২০ লাখ। ২০১৫ সালের প্রথম ৬ মাসে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫ কোটি ২০ লাখ। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া(আইএএমএআই)।

আইএএমএআই জানায়, সেদেশে ২১ কোটি ৩০ লাখ মানুষ মোবাইলের মাধ্যমে ওয়াল্ড ওয়াইড ওয়েবের (www) মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করে।

আইএএমএআই দাবি করছে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেননা, সেদেশে ইন্টারনেটে এখন সহজলভ্য।

২০১৪ সালের অক্টোবর পর্যন্ত ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৭ কোটি ৮ লাখ। ২০১৫ সালের জুন পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি ২৬ শতাংশ। অন্যদিকে একই বছরের অক্টোবর পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৫ কোটি ৯ লাখ। মোবাইল ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি ৪০ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, বাংলাদেশে এখন পাঁচ কোটির বেশি লোক ইন্টারনেট ব্যবহার করছে। এর মধ্যে মোবাইলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চার কোটি ৯২ লাখ।



মন্তব্য চালু নেই