ভারতে আসছে টাইজেন চালিত স্মার্টফোন
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম টাইজেন চালিত স্মার্টফোন নিয়ে আসছে ভারতে। চলতি মাসের ১০ তারিখ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে টাইজেন চালিত প্রথম স্মার্টফোন Z1।
ধারণা করা হচ্ছে, ১০০ ডলারের মধ্যেই নির্ধারণ করা হতে পারে স্মার্টফোনটির মূল্য। আর এর মাধ্যমে ভারতের বাজারে থাকা অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইসের সাথে স্যামসাং একটি শক্ত প্রতিযোগিতায় নামতে যাচ্ছে বলেও মনে করছেন অনেকে।
Z1 মডেলের স্মার্টফোনটিতে থাকতে পারে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৩-১.৬ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। এছাড়া ১ জিবি র্যাম এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতে পারে স্মার্টফোনটিতে।
মন্তব্য চালু নেই