ভারতের ম্যাচে দাঙ্গা ঠেকাতে মোদির টি-শার্ট!
দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি পন্ড করার হুমকি দিয়েছেন প্যাটেল সম্প্রাদয়ের প্রধান হার্দিক প্যাটেল। তাতে অবশ্য খেলা বন্ধ হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আসতে পারলেও, ২০ হাজার মোদি আসছেন খেলা দেখতে।
প্যাটেল গোত্রের কাছ থেকে হুমকি পেয়েছেন মোদি। তাই রাজকোটের এই ম্যাচকে সামনে রেখে টিকিট কিনেছেন ২০ হাজার বিজেপি সমর্থক। আর এদিন তারা সবাই আসবেন মোদির ছবি প্রিন্ট করা টি-শার্ট পরে।
এই ম্যাচকে সামনে রেখে বিজেপি ও প্যাটেল গোত্র সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠটি রণক্ষেত্রে পরিণত করেছে। হার্দিকের হুমকির পরপরই টি-শার্টের পরিকল্পনা নেয় বিজেপি।
এদিকে, রবিবারের ম্যাচে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকের পরিচয়পত্র দেখে তারপর টিকিট বিক্রি করা হচ্ছে।
তবে গুজরাটের মুখ্যমন্ত্রী প্যাটেল গোত্রের আনন্দিবেন প্যাটেলের ম্যাচটি দেখতে আসার কথা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন তিনি।
সূত্র: জি নিউজ
মন্তব্য চালু নেই