ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ : পাপন
অনেক দিন হয়েছে ভারতের মাটিতে কোনো সিরিজ খেলতে পারছে না বাংলাদেশ। বাণিজ্যিক দিক বিবেচনা করেই নাকি টাইগারদের আতিথ্য দিতে চায়নি তারা। এর জন্য বাংলাদেশ শিবিরে আক্ষেপ রয়েছে।
অবশেষে সেই আক্ষেপ দূর হতে চলেছে। ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই জানিয়েছেন।
বুধবার সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘২০১৬ সালে ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ।’
মন্তব্য চালু নেই