ভারতের মাটিতে এবার দুই হাতে বল করে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি বোলার

ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের বোলার। ভারতের মাটিতে অনন্য নজির দেশের জাতীয় দলের এই ক্রিকেটারের। বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামে টাইগ্রেসরা।

ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৬৭ রানে। তবে কলম্বোর পি সারা ওভালে নজর কেড়েছেন বাংলাদেশের স্পিনার শায়লা শারমিন। তিনি এদিন ৩ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে এক ওভারে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন।

একই ওভারে ডান ও বাঁ হাতে বল করেন তিনি। পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটারের বিপক্ষে ডান হাতে আর ডানহানি ব্যাটারের বিপক্ষে বাঁ-হাতে বল করেন শায়লা। মূলত তিনি একজন অলরাউন্ডার। প্রয়োজনের সময় মাঝেমধ্যে ডান হাতে স্পিন করেন। কিন্তু এদিন এক ওভারে দুই হাতেই বল ঘুরালেন অসাধারণ দক্ষতায়। পাকিস্তানের এক বোলার দুই হাতে বল করেন বলেন ক’দিন আগে সংবাদমাধ্যমে জানা যায়।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র পর্যায়ে এক ওভারে দুই হাতে বল করার প্রথম ঘটনা এটি। এমনটাই জানালেন ক্রিকেট লেখক ডেভিড টাউনসেন্ড। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শায়লা শারমিনকে প্রশংসায় ভাসিয়ে লেখেন, ‘ক্রিকেটের এই অংশটা দেখলে আপনার সব দেখা হয়ে যাবে। বাংলাদেশের শায়লা শারমিন একই ওভারে ডান ও বাঁ-হাতে বল করলেন।’

এছাড়া ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক ইবনি রেইনফোর্ড শায়লার এমন কীর্তিকে বিস্মিত। টুইট করেন, ‘খুবই ভাল লেগেছ। বাংলাদেশের শায়লা শারমিন ডানহাতি ব্যাটসম্যানের জন্য বাঁ-হাতে আর বাঁ-হাতি ব্যাটসম্যানের জন্য ডান হাতে বল করলেন। অসাধরণ এক দক্ষতা।’

তিনি পরে আরেক টুইটে লেখেন, ‘শায়লা শারমিন একই ওভারে দুই হাতে বল করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আমার চোখ কখনো এমন ঘটনা দেখেনি।’ অন্যদিকে ক্রীড়া লেখিকা অন্বেষা ঘোষ টুইটারে লিখেছেন, ‘শায়লা শারমিন সবকিছু করতে পারে। সে একজন সব্যসাচী বোলার।’ শায়লা বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন।



মন্তব্য চালু নেই