ভারতের বিপক্ষে সেঞ্চুরির ক্ষুধা মেটালেন কুক, হলো এক অনন্য রেকর্ড
সদ্য বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট সিরিজ খেলেও সেঞ্চুরি করতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। অবশেষে ভারতের বিপক্ষেই প্রথম টেষ্টে বড় ইনিংস দিয়ে সেঞ্চুরির সেই ক্ষুধাটা মেটালেন দারুণ এক শতরান করে।
এটি নিয়ে বর্তমানে টেস্ট ক্রিকেটে কুকের ৩০তম সেঞ্চুরি।
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চই। ২৪৩ বলে, ১৩ চারে সাজানো ১৩০ রানের এই ইনিংস তাঁকে ভারতের মাটিতে অনন্য এক রেকর্ডের মালিক বানিয়েছে। ভারত সফরে আসা ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করায় কুক ছাড়িয়ে গেছেন সবাইকে। ভারতের মাটিতে তাঁর সেঞ্চুরির সংখ্যা পাঁচটি।
ভারতের বিপক্ষে ইংলিশ এই ক্রিকেটারের ব্যাটিং গড় ৬৬.৮০। এখানে তার পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩টি ফিফটি। তবে কুক পেছনে ফেলেছেন ক্যারিবিয়ান সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড, এভারটন উইকস ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। ভারতের মাটিতে এই তিনজনের সেঞ্চুরিই ৪টি করে।
মন্তব্য চালু নেই