ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩০৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন তামিম ইকবাল। এ ছাড়া সৌম্য সরকার ৫৪, সাকিব আল হাসান ৫২, সাব্বির রহমান ৪১ ও নাসির হোসেন ৩৪ রান করেন। টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা করেন ২১ রান।

ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০১০ সালের ৭ জানুয়ারি মিরপুরেই ভারতের বিপক্ষে ২৯৬ রান করেছিল বাংলাদেশ।

এ ছাড়া ২০১২ সালে এশিয়া কাপে ভারতের দেওয়া ২৮৯ রান তাড়া করে ২৯৩ রান করেছিল টাইগাররা।

ওয়ানডেতে এ নিয়ে নবম বারের মত তিন শতাধিক রান করল বাংলাদেশ। সর্বোচ্চ ৩২৯ রান পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২৬ রানও পাকিস্তানের বিপক্ষে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২২। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩২২ রান করেছিল মাশরাফির দল। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান করে জয়ের রেকর্ডও আছে বাংলাদেশের।



মন্তব্য চালু নেই