ভারতের বিপক্ষে টেস্টে ‘ড্র’ চান সাকিব
প্রতিটি দিনের মতই বৃহস্পতিবারের দিনটি একইভাবে শুরু করেছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। সকাল নয়টায় অনুশীলন। হাতে সময় নিয়ে বের হয়েছিলেন মাশরাফি। কিন্তু স্টেডিয়ামে আসার আগেই দূর্ঘটনার শিকার নড়াইল এক্সপ্রেস। পেছন থেকে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। পড়ে গিয়ে দুই হাতের কবজি ও হাঁটুতে আঘাত পান মাশরাফি। দুই হাত ও হাঁটু ছিলে যাওয়ায় ব্যান্ডেজ করানো হয়েছে। চিকিৎসা মাশরাফি নিয়েছেন মিরপুরে এসেই।
অন্যদিকে সকাল-সকাল অনুশীলনে এসে জার্সি পড়ে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। স্লিপে অনুশীলনের পর বাহাতের তর্জনীতে চোট পান রিয়াদ। এক্সরে তে রিয়াদের অঙ্গুলে চিড় ধরা পড়েছে। যার কারণে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।
মাশরাফি ওয়ানডে সিরিজ খেলতে পারলেও রিয়াদের ভারত সিরিজ শেষ! টেস্ট দলে তার পরিবর্তে নেওয়া হয়েছে নাসির হোসেনকে। ভারত বধের মিশন হিসেবে রিয়াদও হয়তো নিজেই নিজের ছক কেটে রেখেছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে সব শেষ হয়ে গেল রিয়াদের। দলের পরিকল্পনাতেও ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের দুই সেঞ্চুরিয়ানকে পাবে না টিম ম্যানেজম্যান্ট। তবে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান মনে করেন, রিয়াদের অনুপস্থিতির পরও বাংলাদেশ দল ভারতের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে পারবে। এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বৃহস্পতিবার অনুশীলন শেষে বলেন,‘সিরিজের আগে ইনজুরিতে পড়া আমাদের জন্য একটা নেতিবাচক ঘটনা। তবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আমরা এখন এমন একটা অবস্থানে চলে এসেছি যে, যদি কেউ ইনজুরিতে পড়ে, তাহলে তার ব্যাকআপ প্লেয়ার আছে। যারা একই রকম পারফর্ম করতে সক্ষম।’
রিয়াদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নাসির হোসেন। সাকিবের সঙ্গে কথা বলার পর পরই রিয়াদের পরিবর্তে নাসির হোসেনের নাম ঘোষণা করে বিসিবি। নাসিরের নাম শুনলে হয়তো সাকিব হয়তো একই কথা বলতেন। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট নিয়ে সাকিব আল হাসান বলেন,‘ কে ফেবারিট তা বলা মুশকিল। টেস্ট ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখান থেকে ভালো কিছু নিতে পারলে, তা ওয়ানডেতে কাজে লাগবে। টেস্ট ম্যাচটি ড্র করতে পারলে, সেটা আমাদের জন্য ভালোই হবে। টেস্টে আমি ব্যক্তিগতভাবে ড্র আশা করি। সেটা হলেও ভালো হবে। তবে জয়ের কোনো বিকল্প নাই।’
মন্তব্য চালু নেই