ভারতের বিপক্ষে ইংলিশ ক্রিকেটার কুকের দারুণ রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ খেলতে ব্যাট হাতে দারুণ রেকর্ড করেছেন ইংলিশ অধিনায়ক অ্যালিষ্টার কুক।

তিনি ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন। পাশাপাশি

বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে এই তালিকাতে নাম উঠলো কুকের।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ১০ রান করে আউট হন তিনি। এই ইনিংস খেলার পথে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ কুক।

কুকের আগে এই তালিকায় নাম উঠেছিলো ভারতের শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা-শিবনারায়ন চন্দরপলের।



মন্তব্য চালু নেই