ভারতের গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে আমাদের কাছে ভারতের গ্রহণযোগ্যতা হিমালয়ের চেয়েও উঁচুতে গিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে ভারতের কর্মকাণ্ডের কারণেই দেশে ভারতবিরোধী মনোভাব প্রবল হয়েছে।’
দেশে শান্তির দাবিতে টানা অবস্থান কর্মসূচীর ৬২তম দিনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা বঙ্গবীরের অবস্থানে সংহতি প্রকাশ করতে এলে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারির ন্যক্কারজনক ভোটারবিহীন নির্বাচনী নাটক ভারতের মহাত্মকে ক্ষত-বিক্ষত করেছে। বিনা ভোটের জবর দখলকারী সরকারকে ভারত যেভাবে সমর্থন দিয়েছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি।’
বঙ্গবীর বলেন, ‘ভারতের প্রতি মানুষের মনোভাব কোন পর্যায়ে নেমে এসেছে তা ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলার দিনে স্পষ্ট হয়েছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিজয়ে এদেশের মানুষ যে বিজয় উল্লাস করেছে তা গিনেজ বুকে স্থান পাওয়ার মতো, অথচ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের কোথাও একটা পটকাও ফোটেনি।’
সোমবার কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুবনেতা হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, কাওসার জামান খান ছাড়াও অসংখ্য নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর সঙ্গে অবস্থান করছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসতে এবং বেগম খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে দেশ ও মানুষ বাঁচানোর দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিলের ফুটপাথে অবস্থান চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই