ভারতের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হচ্ছেন সালমান
ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী আগস্টে বসছে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর। আর এ আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন বলিউড তারকা সালমান খান।
‘বাজরাঙ্গি ভাইজান’ খ্যাত এ তারকাকে এবারের অলিম্পিক গেমসে ভারতের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ নির্বাচন করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে সালমানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে এবারের অলিম্পিক আসর। উদ্বোধনী অনুষ্ঠান হবে মারাকানা স্টেডিয়ামে।
মন্তব্য চালু নেই