ভারতের কোচ হতে চান শেন ওয়ার্ন
বৃহস্পতিবার বিশ্বকাপ টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় স্বাগতিক ভারত। এর পরের দিনই গুঞ্জন উঠেছে ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রিকে তার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।
সেক্ষেত্রে ভারত ঝুঁকবে নতুন কোন কোচের দিকে। তবে তার আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ওয়ার্ন।
বললেন, ‘ভারতীয় দলের সাথে কাজ করতে পারলে বেশ ভালো লাগবে। আমার মতে, তারা অনেক প্রতিভাবান দল, অসাধারণ একটা দল হবে কাজের জন্য। তাদের উপর অনেক চাপ থাকে, কোটি কোটি সমর্থক তাদের দিকে চেয়ে থাকে। যদি ভারতের কোচ হওয়ার কোন সুযোগ আসে তাহলে সেই বিষয়ে ভেবে দেখবো।’
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) রাজস্থান রয়্যালস দলের কোচিং করিয়েছেন শেন ওয়ার্ন। তিনি বলেন, ‘আমি এর আগে কখনো এ ব্যপারে কিছু বলিনি। আমি সব সময়ই চাই ক্রিকেটের সাথে যুক্ত থাকতে। সেটা ভারতের কোচিং করে হোক কিংবা আইপিএলে কোচিং করে হোক কিংবা ধারাভাষ্য দিয়েই হোক! এখনো নিশ্চিত না যে, আমি কোচ হওয়ার মত প্রস্তুত কি না।’
মন্তব্য চালু নেই