ভারতের কোচ হতে আগ্রহী স্ট্রিক
ছিলেন বাংলাদেশের বোলিং কোচ। সম্প্রতি সেই দায়িত্বটা ছেড়েছেন। হিথ স্ট্রিকের পদত্যাগের আগেই তার ভারতের দিকে টানটা ধরা যাচ্ছিল।
এবার জিম্বাবুয়ের এই সাবেক ফাস্ট বোলার জানালেন, তিনি ভারতের প্রধান কোচ হতে চান। স্ট্রিকের আন্তর্জাতিক কোনো মূল দলের কোচিং করানোর অভিজ্ঞতা নেই।
২০০৯ এ স্বদেশ জিম্বাবুয়ের বোলিং কোচ হয়েছিলেন। সম্প্রতি বাংলাদেশের সাথে দুই বছরের চুক্তি শেষ হওয়ার কয়েক দিন আগেই কাজ ছেড়েছেন। এবারের আইপিএলে নতুন দল গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন স্ট্রিক।
২০১৪ এর শেষের দিকে ডানকান ফ্লেচারের মেয়াধ শেষ হয়। এর পর আর ভারত দলের প্রধান কোচ হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এবার যখন আগামী ২৪ জুনের আগে প্রধান কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে ভারত, তখন মূল আলোচনায় দুজন। একজন রাহুল দ্রাবিড়।
অন্যজন রবি শাস্ত্রি। সাবেক অল রাউন্ডার শাস্ত্রি গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের টিম ডিরেক্টর ছিলেন। তিনি খুব আগ্রহী কোচ হতে। আবেদনও করবেন। কিন্তু সাবেক ধ্রুপদী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় দারুণ আলোচনায় থাকলেও তিনি নিজে কোনো আগ্রহ দেখাচ্ছেন না।
এদিকে ভারতের প্রধান নির্বাচক সন্দিপ পাতিলও প্রধান কোচ হতে চান। আগ্রহী তালিকায় আছেন জিম্বাবুয়ে সফরে ভারতের অন্তবর্তীকালিন কোচ সঞ্জয় বাঙ্গারও। আরো বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার হয়তো আবেদন করবেন।
মন্তব্য চালু নেই