ভারতের কাছে পাকিস্তানের হারে ভেঙে পড়ার কিছু নেই, টুইটারে সান্ত্বনা ইমরানের
গতকাল অ্যাডিলেডে ভারতের হাতে পাকিস্তানের শোচনীয় পরাজয়ে হতাশ পাকিস্তান-বাসী। এহেন সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে এখনই ভেঙে না পড়ার পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান।
তিনি টুইট করে জানিয়েছেন, দেশের এই পরাজয়ে এখনই বিষন্ন হওয়ার কিছু নেই। তাঁর মতে, দলের পারফর্ম্যান্স যথার্থভাবে বিশ্লেষণ করলে এই হার পাক দলের জন্য শাপে বর হতে পারে। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই দেশের পরাজয়ে বিধ্বস্ত দেশের ক্রিকেটপ্রেমীদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেছেন, এখনই মনমরা হওয়ার কোনও কারণ নেই।
ইমরান স্বীকার করেছেন যে, বহু বছর পর তিনি একটা ম্যাচ পুরোটাই দেখেছেন।
তিনি জানিয়েছেন, ম্যাচ দেখে মনে হয়েছে দলে অনেক ভালো প্রতিভা রয়েছে। এখন সঠিক স্ট্র্যাটেজির প্রয়োজন।
ভারতীয় ব্যাটসম্যানরা ৩০০ রান তুললেও পাক বোলিং নিয়ে আশাবাদী ইমরান।ইরফান, ওয়াহাব,ইয়াসির,সোহেলরা যে কোনও লড়াই করতে সক্ষম। কিন্তু তাদের লড়াইয়ে জন্য প্রয়োজনীয় স্কোর করতে হবে ব্যাটসম্যানদের।
মন্তব্য চালু নেই