ভারতের আদালতে সালাহ উদ্দিনের জামিন শুনানি ২৯ মে
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিন আবেদন করা হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং আদালতে। আগামী ২৯ মে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
গত শুক্রবার শিলংয়ের প্রথম শ্রেণীর বিচারিক আদালতে সালাহউদ্দিনের জামিন চেয়ে আবেদনটি করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। আদালত তা গ্রহণ করে ২৯ মে শুনানির দিন ধার্য করেন।
আজ শনিবার শিলং টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, জামিন আবেদন করা হলেও সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হয়নি। বর্তমানে তিনি নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য চালু নেই