ভারতীয় হাই কমিশনে ইয়োগা কোর্সে ভর্তির সুযোগ
ঢাকার ভারতীয় হাই কমিশন সর্বসাধারণের জন্য চার মাসের ইয়োগা কোর্সের জন্য আবেদন পত্র আহ্বান করেছে। কোর্স শুরু হবে ৩ মার্চ ২০১৭ থেকে।
সপ্তাহে দুই দিন (প্রতি শুক্র ও শনিবার) ক্লাস অনুষ্ঠিত হবে বারিধারা পার্করোডের হাই কমিশন কার্যালয়ে। প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট ইয়োগা বিশেষজ্ঞ সত্যজিত বিশ্বাস।
আগ্রহীদের বিস্তারিত হাইকমিশনের ওয়েবসাইট www.hcidhaka.gov.in এ পাওয়া যাবে। আগ্রহীরা ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ কোর্সে ভর্তি হওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা।
মন্তব্য চালু নেই