ভারতীয় বোর্ডের তোপে মোস্তফা কামাল!

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র কর্তা-ব্যক্তিদের মধ্যে তিনিই সবার আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আম্পায়ারিং নিয়ে মুখ খুলেছেন। তাই আইসিসির আলঙ্কারিক সভাপতির পদে থাকা আ হ ম মোস্তফা কামাল যে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তোপের মুখে পড়বেন সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।

আর বাস্তবেও সেটাই ঘটলো। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর, মোস্তফা কামালের বক্তব্যে আপত্তি প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি সভাপতি অনেকগুলো ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। ভাল হত, যদি তিনি আইসিসির আগামী সভায় এসব নিয়ে প্রশ্ন তুলতেন। এখন বাস্তবতা হল, গ্রুপ পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতে গেছে ভারত। তাই এই আলোচনা এখন অযৌক্তিক।’

আর মোস্তফা কামালকে নিয়ে আপত্তির প্রসঙ্গ আইসিসির আগামী সভায় উঠে আসবে বলে জানালেন অনুরাগ ঠাকুর, ‘কোয়ার্টার ফাইনালে কি হয়েছে সেসব নিয়ে এখন আমরা ভাবছি না। চোখ রাখছি সেমিফাইনালের দিকে। তবে, মোস্তফা কামাল যা বলেছেন, তার ব্যাপারে আগামী সভায় অবশ্যই আলোচনা হবে।’

গত শুক্রবার মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ১০৯ রানে হেরে যায় বাংলাদেশ। আর তাতে, তিনটি আউটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল ম্যাচের দিন থেকেই।



মন্তব্য চালু নেই