ভারতীয় পতাকা নিয়ে যা বললেন হৃত্বিকের শ্যালিকা
দেশপ্রেম নিয়ে একদিকে একদল যখন যেনতেন প্রকারে অখণ্ড দেশের ভাবমূর্তি তুলে ধরতে ব্যস্ত, অন্যদিকে তখন অখণ্ডতার মধ্যেই বহুস্বরের কথা মনে করিয়ে দিতে উদগ্রীব। এ নিয়ে তর্ক চলছেই।
এখন সে তর্কে নতুন মাত্রা যোগ করলেন ফারহা খান আলি। তিনি বলেছেন, দেশের জাতীয় পতাকাও কিন্তু তিনটে সমানভাবে বিভক্ত, দেশভক্তরা যেন তা মনে রাখেন।
অখন্ড দেশের মূর্তি তুলে ধরতে অনেক সময়ই উগ্র জাতীয়তাবাদের আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। নানাধর্মের সহাবস্থানের চিত্রটি প্রায় মুছে ফেলে হিন্দু জাতীয়তাবাদের আগ্রাসি ভাবটা বেরিয়ে পড়ছে মাঝেমধ্যেই। মূলত তাদের ‘টার্গেট’ ইসলাম ধর্মালম্বীরা।
আবার বহুস্বরের সাংবিধানিক অধিকার জারি রাখতে গিয়ে কেউ কেউ প্রায় দেশবিরোধিতাপ পর্যায়েও চলে যাচ্ছেন। এ সংকট আরও বাড়ছে নানাজনের নানা মন্তব্যে। ইতিহাসবিস্মৃত হয়ে কেউ কেউ এমন মন্তব্য করছেন যা বহুধর্মালম্বী এদেশের মর্মমূলে আঘাত হানছে।
কয়েকজনের সমালোচনা করতে গিয়ে এক বিশেষ ধর্মালম্বী মানুষদেরই এক শ্রেণিতে ফেলে দিচ্ছেন কেউ কেউ। তার মন্তব্যে এদিকেই ইঙ্গিত করেছেন জুয়েলারি ডিজাইনার ফারহা আলি খান।
তার মতে সমস্ত দেশভক্তের মনে রাখা উচিত এ দেশের জাতীয় পতাকারও তিনটে রঙ আছে। তেরঙাও সমান তিনটে ভাগে বিভক্ত। সেরকমই এ দেশের প্রত্যেক ধর্মালম্বী মানুষের সমান অধিকার তথা সমান ভাগ আছে। কারও যদি তা নিয়ে সমস্যা থাকে তাহলে সেটা খুবই খারাপ বিষয়।
ফারহা খান আলি হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির এই পরিচিত মুখ এর আগে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমান খানের পাশে দাঁড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। অবশ্য নিজের মতামত জানাতে দ্বিধাগ্রস্ত নন তিনি। আর তাই এদিন দেশের সাম্প্রতিক বিতর্ক নিয়ে নিজের মনের কথা খোলাখুলি জানিয়ে দিলেন ফারহা।
মন্তব্য চালু নেই