ভারতীয় নায়িকার সঙ্গে শাকিব খানের নতুন ছবি ‘ভ্যালেন্টাইন্স ডে’
বাংলাদেশি হিরো শাকিব খান এবং ওপার বাংলা কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রযোজনার ছবি ‘ভ্যালেন্টাইনস ডে’ তে অভিনয় করতে যাচ্ছেন।
জাজ মাল্টিমিডিয়ার কর্তারা জানান, শাকিব-শুভশ্রী অভিনীত ছবিটির বিষয়ে নিশ্চিত করেছেন। আগামী ১৫ নভেম্বর থেকে কলকাতায় ছবির শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে।
ছবিটি পরিচালনায় থাকছেন জয়দেব মুখার্জি। ‘শিকারি’ ছবির এই নির্মাতা জানান, আগামী ১৫ নভেম্বর থেকে টানা দেড় মাস ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির শুটিং করা হবে। প্রথমে কলকাতা তারপর থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির নির্মাণ কাজ হবে।
ছবির বিষয়ে শাকিব খান বলেন, ‘শিকারি’ ছবিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবেই এই ছবিতে পর্দায় আসতে চাই। নিয়মিত জিমে যাচ্ছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতেই শুটিংয়ের আগে বাড়তি কয়েক দিন সময় চেয়ে নিয়েছি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে। আশা করছি আমাকে দুই বাংলার দর্শকরা আবারো নতুন লুকে দেখতে পাবেন।
মন্তব্য চালু নেই