ভারতীয় দলের নতুন জার্সি উম্মোচন

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের জন্য নতুন জার্সি উম্মোচন করেছে ভারত ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড ‘নাইকি’র করা এই জার্সি পড়েই বিশ্বকাপ খেলবে পুরুষ ও নারী উভয় দলই।

জার্সি উম্মোচনের পর একটি ছবিও প্রকাশ করা হয়। যেখানে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কে রাহানে, রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব। এছাড়া রয়েছেন নারী দলের আরও পাঁচ ক্রিকেটার।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের জার্সির অফিসিয়াল স্পন্সর নাইকি। আগামী ৮ মার্চ থেকে ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর।



মন্তব্য চালু নেই