ভারতীয় তিন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

খালাস পেয়েও নির্ভর হতে পারছেন না আইপিএলে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত ভারতীয় পেসার শ্রীশান্ত ও তাঁর তিন সতীর্থ। এবার তাদের রায়ের বিরুদ্ধে ভারতের ট্রায়াল কোর্টের আপিলের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ।

আইপিএলের ৬ষ্ঠ আসরে ম্যাচ গড়া পেটার অভিযোগে, ২০১৩ সালের মে মাসে গ্রেফতার হন ভারতের তিন ক্রিকেটার শ্রীশান্ত, চান্ডিলা ও চাভানি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত জুলাইয়ে, ভারতের বিশেষ আদালত এই তিন ফিক্সিং হোতাকে মুক্তি দেন। মুম্বাই পুলিশ সে সময় রায়ের বিপক্ষে কোনে মন্তব্য না করলেও, এখন অভিযুক্তদের বির“দ্ধে দিল্লির উ”চ আদালতে আপিল করবে বলে ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ ট্রায়াল কোর্ট।

এ বিষয়ে দিল্লী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হাইকোর্টের নিদের্শ পুরানো সাক্ষী ও প্রমান আবারো তদন্ত করা হবে।
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ক্রিকেটারের যে কোন আইনি তদন্তে তারা দিল্লী পুলিশের সাহায্য করবে।



মন্তব্য চালু নেই