ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা ছবির জয়জয়কার
মঙ্গলবার ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। এতে ‘চতুস্কোণ’ ছবির জন্যে সেরা পরিচালকে নির্বাচিত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়৷ পাশাপাশি সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছেন তিনি। এ ছবির জন্যই সিনেমাটোগ্রাফিতে সেরা পুরস্কার পেয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়৷
এদিকে নিজের পরিচালনায় প্রথম ছবিতেই বাজিমাত করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ সেরা বাংলা ছবির পুরস্কারের জন্যে নির্বাচিত হয়েছে তার ‘নির্বাসিত’ ছবিটি। সামাজিক ইস্যুভিত্তিক ছবির বিভাগে সেরা নির্বাচিত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছোটদের ছবি’৷ সেরা ডেবিউ পরিচালকের খেতাব জিতেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত( আসা যাওয়ার মাঝে)।
আগামী ৩ মে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। এক নজরে ভারতের ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-
সেরা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (চতুষ্কোণ)
সেরা বাংলা ছবি- নির্বাসিত(পরিচালক -চূর্ণী গঙ্গোপাধ্যায়)
সেরা চিত্রনাট্য- সৃজিত মুখোপাধ্যায় (চতুষ্কোণ)
সেরা সিনেমাটোগ্রাফি- সুদীপ চট্টোপাধ্যায় (চতুষ্কোণ)
সেরা অভিনেতা- বিজয় (কন্নড় অভিনেতা)
সেরা অভিনেত্রী- কঙ্গনা রানাওত (কুইন)
সেরা সহ অভিনেতা- ববি সিমাহা
সেরা সহ অভিনেত্রী- বলজিন্দর কউর
পপুলার ফিল্ম (হোলসাম এন্টারটেইনমেন্ট)- মেরি কম
সেরা হিন্দি ফিচার ফিল্ম- কুইন
সেরা কোরিওগ্রাফি- সুদেশ আধানা(হায়দার ছবির বিসমিল গানের জন্য)
সেরা নেপথ্য গায়ক – সুখবিন্দর সিং (হায়দার/বিসমিল)
সেরা নেপথ্য গায়িকা- শিবম ও উথরা উন্নিকৃষ্ণান
সেরা সঙ্গীত- বিশাল ভরদ্বাজ (হায়দার)
সেরা নেপথ্য সঙ্গীত- নাইন্টি এইট থ্রি (মালায়ালাম)
সেরা কস্টিউম ডিজাইন- ডলি আলুয়ালিয়া (হায়দার)
সেরা অ্যানিমেশন ফিল্ম- সাউন্ড অফ জয়
সেরা শর্ট ফিল্ম (ফিকসন)- মিত্রা
মন্তব্য চালু নেই