ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে জরিমানা করেছে আইসিসি

সেইন্ট লুসিয়ায়া অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টেস্টে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও ভারতের রোহিত শর্মাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

ম্যাচ ফি দেওয়ার কারণ হিসেবে জানায় আইসিসির নীতিমালার লেভেল-১ এর ২.১.১ এর নিয়ম ভঙ্গ করেছে করেছে উভয় খেলোয়াড়। এই

ধারায় উল্লেখ রয়েছে খেলায় আদর্শ বজায় রাখতে, যা করেননি কেউই। ফলস্বরূপ ম্যাচ শেষে দুইজনকেই জরিমানা গুনতে হয়।

ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার বাক-বিতর্কয় জড়ায় ড্যারেন ব্রাভো ও রোহিত শর্মা। মাঠের দুই অন-ফিল্ড আম্পায়ার রড টাকার ও নাইজেল লং বেশ কয়েকবার দুই জনকে সাবধান করা হলেও নিয়ম মানেনি কেউই। ম্যাচ শেষে রড টাকার ও নাইজেল লং থার্ড আম্পায়ার বিষয়টি থার্ড আম্পায়ার ও ম্যাচ রেফারিকে জানালো হলে শাস্তির মুখে পড়তে হয় দুইজনকেই।

৪ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামী ১৮ আগস্ট পোর্ট অফ স্পেইনের কুইনস পার্কে শেষ টেস্টে মোকাবিলা করবে দুই দল।



মন্তব্য চালু নেই