ভারতীয় অভিনেতার বিরুদ্ধে মডেল ধর্ষণের অভিযোগ

ভারতীয় অভিনেতা আরমান তাহিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মুম্বাইয়ের ভার্সোভা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছেন এক মডেল। পাশাপাশি মারধর ও প্রতারণার অভিযোগও উঠেছে এই অভিনেতার বিরুদ্ধে।

মডেলের অভিযোগ, আরমান তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছে। কিন্তু সে যখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করে তখন আরমান তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনোমতেই তাকে বিয়ে করতে পারবে না।

তাদের সম্পর্ক পাঁচ বছরের পুরানো হলেও বিগত তিনমাস ধরে তারা দু’জন একই ফ্ল্যাটে লিভ ইন রিলেশনে ছিলেন। আরমানের ব্যবহার দিন দিন বদলাতে শুরু করে৷ আরমান তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেছেন সেই মডেল।

পুলিশ সূত্রে খবর, আরমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ), ৪২০(প্রতারণা) ও ৫০৬ ধারায় মামলায় দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷



মন্তব্য চালু নেই