ভাঙ্গবে না যে ফোন !
অসাবধানতা বশত স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে আর নিস্তার নেই। হয় ডিসপ্লে ভেঙ্গে দু’টুকরো হয়ে যাবে। নয়তো ডিসপ্লেতে চিড় ধরবে। অন্যদিকে স্মার্টফোন হাতে নিয়ে দোমড়ানো কিংবা মোচড়ানোর কোনো সুযোগ নেই। তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘আউও’ এমন একটি ফোন এনেছে যেটি হাত দিয়ে দুমড়ে-মুচড়ে ফেললেও ফোনটির কিছুই হবে না। সহজেই ফোনটি আছাড় দিয়ে ভাঙ্গাও সম্ভব নয়।
এই ফোনটির ডিসপ্লে তৈরিতে ‘বেন্ডেবল’ (মোচড়ানো যায় এমন) স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেকে বলা হচ্ছে অভঙ্গুর। এতে আছে বেন্ডিং সেন্সর। ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০।
ফোনটির ডিসপ্লে ৬ ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড়ানোর যাবে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৯৫ পিপিআই। ফোনটির ডিসপ্লেতে কয়েকটি স্তর রয়েছে। প্রতি স্তরে বিভিন্ন ধরনের উপাদানের প্রলেপ রয়েছে।
ফোনটির দরদাম জানা যায়নি। সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত টাচ তাইওয়ান ২০১৫ তে ফোন প্রদর্শন করা হয়।
মন্তব্য চালু নেই