ভাঙা নখের যত্ন নেবে টি-ব্যাগ!
টি ব্যাগ ব্যবহার করে চা খাওয়ার পর তা ফেলেও দেন নিশ্চয়? তবে এই টি ব্যাগ কিন্তু আপনার ভাঙা নখকে আবার ঠিক করে দিতে পারে সঠিকভাবে তা ব্যবহার করলে। আসুন জেনে নেওয়া যায় এ নিয়ে একটি টিপস-
১) নখ ভেঙে যাওয়ার ঘটনায় চিন্তিত হবেন না। এ কোনো গুরুতর বিষয় নয়। যদি আপনার কাছে টি ব্যাগ থাকে তাহলে সেই টি ব্যাগ নিয়ে আসুন, সঙ্গে একটি কাঁচি।
২) এরপর আপনার ভাঙা নখে যদি নেলপলিশ থাকে তাহলে তা তুলে ফেলুন।
৩) এবার ওই টি ব্যাগটি একটি ছোট অংশ কেটে নিন। মনে রাখবেন পেপার টি ব্যাগ হতে হবে, ফ্যাবরিক হলে হবে না।
৪) এরপর, একটি ক্লিয়ার বেস কোট আপনার নখের ওপর অ্যাপ্লাই করুন, এবং সেই টি ব্যাগের কাটা অংশটি ওই ভাঙা নখের ওপর রাখুন, যা আপনার নখের কেবল অর্ধেক অংশ ঢাকবে।
৫) একবার শুকিয়ে গেলে আরও একটি বেস কোট লাগান আপনার ওই নখে। দেখতে দেখতে পেপারটি স্বচ্ছ হয়ে উঠবে। আর পরিবর্তন আপনি নিজের চোখেই দেখতে পাবেন।
৬) এরপর আপনি সহজেই আপনার ওই জোড়া নখে নেল পলিশ ইচ্ছে হলেই লাগাতে পারবেন।
মন্তব্য চালু নেই