ভাঙন তিন ইয়ারি কথায় !
তাঁরা ছিলেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’৷ পর্দার বাইরেও ছিলেন ইয়ার দোস্ত৷ কিন্তু সম্ভবত সে বন্ধুতে ভাঙন ধরেছে বলেই মনে করছে বলিপাড়া৷
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনজনই৷ কিন্তু তাঁদের হাবভাব দেখে মনে হয়নি যে তিনজনের মধ্যে আগের মতো সম্পর্ক ভালো আছে৷ বলিপাড়ায় অনেকেই মনে করেন সিদ্ধার্থ আর আলিয়া হলেন লাভ বার্ড৷ আলিয়ার জন্মদিনে তাঁর মনপসন্দ ক্যামেরাও গিফট করেছিলেন সিদ্ধার্থ৷
কিছুদিন আগে পর্যন্ত আলিয়াই এড়িয়ে এড়িয়ে চলছিলেন বরুণকে৷ সুতরাং দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি কারও৷
কিন্তু এবার আবার ভোলবদল৷ এক অনুষ্ঠানে আলিয়া-সিদ্ধার্থই আবার এমন দূরত্ব বজায় রেখে চললেন যে বোঝা গেল সবকিছু ভালো চলছে না৷ আলিয়া যখন করণের জোহরের সঙ্গে মার্জার সরণি মমাতালেন তখন, সিদ্ধার্থ হাঁটলেন একা একা৷ তাংদের দুজনের হাবভাবে স্পষ্ট লাভ বার্ড নয়, বন্ধুর বেশী তাঁরা যেন কিছুই নয়৷
সবথেকেশুনে বলিপাড়ার ধারণা, ভাঙনই ধরেছে তিন ইয়ারি কথায়৷
মন্তব্য চালু নেই