ভাগ্নের হাতে তিন মামা খুন
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/02/singair.jpg)
মানিকগঞ্জ: জেলার সিংগাইরের গোবিন্দল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নে খুন করলো তার তিন মামাকে। আজ রবিবার সকাল আটটার দিকে এই খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান এই খুনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, গোবিন্দল গ্রামের আপন দুই ভাই করিম মোল্লা (৫০) ও টেন্ডুল মোল্লা (৪৫) এবং তাদের চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)। এদেরকে টেটা, দা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এসময় আরও ১০/১২ জন আহত হয় বলে জানা গেছে।
ওসি সৈয়দুজ্জামান জানান, জাহিদ ও তার সমর্থকের হামলায় ওই তিনজন খুন হয়েছেন। জমিসংক্রান্ত ও পাওনা টাকা নিয়ে এদের মধ্যে বেশ কিছুদিন ধরে রেশারেশি চলছিল।
ওসি আরও জানান, আহতদের সিংগাইর ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। খবর পেয়ে মানিকগঞ্জের সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সাংবাদিকদের জানান, ঠিক কেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তে বের হয়ে আসবে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।
মন্তব্য চালু নেই