ভাই—বোন এর পরে স্বামী-স্ত্রী

খুব শিগগিরই জয়া আখতারের ‘দিল ধারকান’ ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুন্ডে তারকা রণবীর সিং আর পিগি চপস প্রিয়াঙ্কাকে। কিন্তু একইসঙ্গে সঞ্জয়লীলা বনসালির আলোচিত আরেক ছবি ‘বাজিরাও মাস্তানি’ তে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় শুরু করবেন দু’জন। জানা যায়, ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর অভিনয় করবেন বাজিরাও চরিত্রে। আর প্রিয়াঙ্কা অভিনয় করবেন তার স্ত্রী খুশিবাঈ চরিত্রে। যেহেতু একটি ছবিতে অভিনয়ের সময় অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের গভীরে ঢুকতে মনোসংযোগের প্রয়োজন হয় তখন প্রায় একই সঙ্গে শ্যুটিং শুরু হবে ‘দিল ধারকান’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবি দুটির। তাই রণবীর-প্রিয়াঙ্কা একদিকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করে কীভাবে আবার স্বামী-স্ত্রীর চরিত্রে ঢুকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্য এর আগেও অনেক তারকাই ভাই-বোন ও পরে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘জোশ’ ছবিতে শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই ভাই-বোনের চরিত্রে অভিনয় করলেও একই বছর মুক্তি পাওয়া ‘মোহাব্বাতে’ ছবিতে উভয়কে দেখা যায় প্রেমিক-প্রেমিকা রূপে। আবার ১৯৭৬ সালে রাখি মজুমদারকে ‘কাভি কাভি’ ছবিতে অমিতাভ বচ্চনের প্রেমিকার ভূমিকা নিলেও ১৯৮২ সালে ‘শক্তি’ ছবিতে তাকে দেখা যায় অমিতাভের মা হিসেবে।



মন্তব্য চালু নেই