ভাইয়ের আইডি দেখিয়ে ভোট দিলেন নায়ক সুরিয়া

চেন্নাইয়ের জনপ্রিয় নায়ক সুরিয়া ভোট দিলেন ভাইয়ের আইডি কার্ড দেখিয়ে। কিন্তু কীভাবে নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণ করলেন তা নিয়ে বিতর্ক উঠেছে।

বৃহস্পতিবার চেন্নাইয়ে ভোট গ্রহণ হয়েছে। সুরিয়া শুটিংয়ের কাজে গোয়ায় ছিলেন। আনজাম ছবির শুটিং করছিলেন। বিমানের ডানায় ভর করে দুপুর ১২টায় উড়ে আসেন তার ভোটকেন্দ্র চেন্নাইয়ের হিন্দি প্রচার সভায়।

ভোট গ্রহণ কর্মকর্তারা তার কাছে আইডি কার্ড চাইলে তিনি তার ভাই কার্তিকের আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) বের করে দেন। নায়ক বলে কথা! অত বেশি খুটিয়ে দেখতে যাননি নির্বাচনী কর্মকর্তারা। এ সুযোগে ভোট দিয়ে বেরিয়ে আসেন সুরিয়া।

ভোট দিয়ে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্যাপারটি নজরে আসে। সুরিয়া যে আইডি কার্ডটি উচিয়ে ধরেন তাতে দেখা যায় তার ভাইয়ের ছবি। পরে প্রশ্ন করা হলে সুরিয়া খানিকটা বিব্রত হন।
এর পর জানা যায় প্রকৃত ঘটনা। ভোটকেন্দ্রে আসার পর সুরিয়া তার বাবার কাছে আইডি কার্ড চেয়েছিলেন। তার বাবা ভুল করে কার্তিকের আইডি কার্ড দিয়ে দেন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই