ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির চেষ্টাকালে মিল্টন ও পাবেল নামে জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে ক্যাম্পাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মিল্টন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকেন। পাবেল বহিরাগত বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে আটকরা ক্যাম্পাসে ভর্তিপরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ক লেনদেনের চুক্তি করছিল। তা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে। এরপর তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই