ভবিষ্যতে আপনার চেহারা কেমন দেখাবে ?

সব মানুষেরই একটা কল্পনার জগত থাকে যেখানে সে চিন্তা করে বয়স হলে তাকে কেমন দেখাবে ? । যৌবনের এই রঙ এই রূপ সারা জীবন থাকবেনা এটা নিশ্চিত তার পরেও মানুষ সব সময় চায় যৌবন কে ধরে রাখতে কিন্তু তা কি সম্ভব ?।

বার্ধক্যের সময় তাকে কেমন দেখাবে এই চিন্তায় আয়নার সামনে দাড়িয়ে অনেক সময় পার করে দেয়। এখন আর আয়নার সামনে দাড়িয়ে চিন্তা করতে হবে না কারন মাইক্রোসফট আপনার জন্য নিয়ে এসেছে সমাধান।

এই বিষয়ে আপনার সমস্ত চিন্তা ও ভাবনার অবসান ঘটতে চলেছে৷ সৌজন্য মাইক্রোসফটের নয়া ওয়েবসাইট how-old.net ৷মাইক্রোসফটের তরফে দাবি করা হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুড়া বয়সে আপনাকে কেমন দেখাবে তা জানতে পারবেন৷

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, ইচ্ছুকরা এই ওয়েবসাইটের গিয়ে নিজের বর্তমান ছবি আপলোড করলেই মাইক্রোসফটের এই ওয়েবসাইটটি দেখাবে বার্ধক্যে আপনাকে ঠিক কেমন দেখাবে সেই ছবি৷ তবে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, আপলোড করা ছবিটির সাইজ অবশ্যই ৩ এমবি মধ্যে হতে হবে৷

তবে ওয়েবসাইটটি ছবি আপনার বার্ধক্যের রূপের সঙ্গে কতটা মিলবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অনেক বছর৷ সময়ই বলে দিবে ওয়েবসাইটটি কতটা ঠিক!



মন্তব্য চালু নেই