ভবন নির্মাণে রডের বদলে বাশ : আবারো পরিদর্শনে বুয়েট বিশেষজ্ঞ দল
শামীম রেজা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে ‘বাঁশ’ দেওয়ায় অনিয়ম দুর্নীতি তদন্তে শনিবার বেলা ১১ টায় ভবন পরিদর্শন করেছেন বুয়েটের ৬ সদস্যের বিশেষজ্ঞ দল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ীর পরিকল্পনা পরিচালক প্রতীপ কুমার মন্ডলের নেতৃত্বে ৬ সদস্যের এ দলে ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আবুল বাশার ইমন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ীর প্রকৌশলী মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহি প্রকৌশলী আশরাফুল ইসলাম,গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুললাহ আল মাসুম, বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ওয়াজেদ মিয়া, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান , দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা কামরুন্নাহার মিতা।
এ সময় তারা সংশিলষ্টদের সঙ্গে কথা বলেন এবং ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এর আগে এ দূর্নীতি ও অনিয়নের ঘটনার পর্যায়ক্রমে সর্বশেষ গত ২৯ এপ্রিল বেলা ১১টায় কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে এই ৫ সদস্যের কমিটির তদন্ত দল দর্শনায় আসেন। এরপর ৯ এপ্রিল দুদক’র একটি দল এ ভবন পরিদর্শনে আসেন।
এদিকে গত শুক্রবার ৬ এপ্রিল এ ভবন নির্মাণে অনিয়ম নিয়ে দায়ের করা মামলায় প্রধান আসামী ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার ফার্মগেট মনিপুরীপাড়ার মেসার্স জয় ইন্টারন্যাশনালের সত্বাধীকারী মনি সিং কে গ্রেফতার করেছে দুদক ও র্যাব। বর্তমানে তিনি জেল-হাজতে রয়েছেন।
১১ এপ্রিল দুপুরে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল হক পাটোয়ারীর নেতৃত্বে পরিদর্শণকারীদল ঘটনাস্থল পরিদর্শণ শেষে প্রকল্পের সিনিয়র মনিটরিং এন্ড ইভ্যুলেয়শন অফিসার মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে সংশিলষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনালের প্রোপাইটার মনি সিং (৬৪/এ মনিপুরী পাড়া তেজগাঁও ঢাকা), ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ম্যানেজিং ডাইরেক্টর মো: আবদুস সাত্তার (৮৭০ শেওড়া পাড়া মিরপুর ঢাকা) এবং প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো: আয়ুব হোসেন (ফ্লাট-২/৫২ তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা) এই তিন জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সোমবার (১১ এপ্রিল’২০১৬) রাত ৮ টার দিকে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩, তারিখ ১১/০৪/২০১৬।
মন্তব্য চালু নেই