ভক্তের আমন্ত্রণে সাড়া দিলেন মৌসুমী
লাক্স এর উদ্যোগে চিত্রনায়িকা মৌসুমী তার ভক্তদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে দাওয়াত দেওয়ার জন্য। সেখান থেকে সেরা আমন্ত্রণকারীদের সঙ্গে দেখা করবেন মৌসুমী। গত ৬ ডিসেম্বর তেমনি ভক্তদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন মৌসুমী। খুলনার চন্দন গোলদার ও তামান্না যারীন শর্মীর আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন তিনি।
বলা ভালো, ১৯৯৩ ও ১৯৯৮ সালে লাক্স এর মুখপাত্র ছিলেন মৌসুমী।
মন্তব্য চালু নেই