ভক্তদের ‘সুসংবাদ’ দিলেন রোনালদো
ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বড় কোনো প্রতিযোগিতায় (ইউরোতে) পর্তুগালকে প্রথমবারের মতো শিরোপা জিতিয়েছেন তিনি। দুর্ভাগ্য তার। ইউরোপসেরার লড়াইয়ের ফাইনালে পুরো সময়টা খেলতে পারেননি তিনি। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনবারের বর্ষসেরা ফুটবলার।
ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠে বাইরে রয়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্পে ফিরলেও এখনো কোনো ম্যাচে নামতে পারেননি। তবে ভক্তদের সুসংবাদ দিলেন পর্তুগিজ যুবরাজ। জানালেন, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ওসাসুনার বিপক্ষে খেলবেন তিনি। ৩১ বছর বয়সী তারকা ফুটবলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘হ্যাঁ, আমি খেলবো (ওসাসুনার বিপক্ষে)।’
নিজ দেশ পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তার অভাব অনুভব করেছে পর্তুগাল। ওই ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে গেছে ইউরো চ্যাম্পিয়নরা। জাতীয় দল নয়, রোনালদো মাঠে ফিরছেন রিয়ালের হয়েই।
মন্তব্য চালু নেই