ভক্তদের সাথে আন্তরিক নায়লা নাঈম, দেখুন ৫টি দারুণ ছবি!

তন্ময় তানসেন পরিচালিত “রান আউট”-এর মাধ্যমে সিনেমার জগতে পা রেখেছেন নায়লা নাঈম, এ কথা সকলেই জানেন। আর সাথে এটাও জানেন যে, এই সিনেমায় একটি দারুণ আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি। তবে সেটাই শেষ কথা নয়। বিশেষ সেই আইটেম গানটি নিয়ে ফেসবুকেও আয়োজন করা হয়েছিল একটি প্রতিযোগিতার। আর সেই প্রতিযোগিতায় বিজয়ী ৫জন পুরুষ ভক্ত পেয়েছিলেন নায়লার সাথে দেখা করার সুবর্ণ সুযোগ!

2

তবে এতদিন কেবল এই আইটেম সং ও শুটিং-এ ভক্তদের অংশ নেয়ার খবর মুখে মুখে শুনলেও এবার দেখতে পেলেন সকলে। কিছুদিন আগে নায়লা স্বয়ং নিজের ফেসবুকে পোস্ট করেন ৫ বিজয়ীর সাথে তার ছবি।

3

ছবিগুলোর সাথে লায়লা লেখেন- “রান আউট মুভিতে আমার শুটিং দেখার জন্য আমার ৩০০০ আগ্রহী ফ্যান ফলোয়ারদের মধ্যে লটারীর মাধ্যমে ৫০ জনকে নির্বাচিত করা হয়। শ্যুটিং চলাকালীন ভক্তদের সাথে তোলা কিছু ছবি এখানে প্রকাশ করা হল। আমার প্রতি ফ্যানদের ভালোবাসা দেখে আমি সত্যিই বিমুগ্ধ।”

4

অবশ্য ভক্তদেরকে দেখেই মনে হচ্ছে যে নায়লার সাথে ছবি তুলতে পেরে তারাও ভীষণ খুশি!

5



মন্তব্য চালু নেই