ভক্তদের কাছে মুশফিকের অনুরোধ

বোনের সঙ্গে নিজের ছবি ফেসবুকে শেয়ার করে ভক্তদের বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্যে বিব্রত হয়েছেন নাসির হোসেন। ছবি পোস্ট করার একদিন পর ফেসবুক থেকে তা মুছে ফেলতে বাধ্য হন তিনি।

ছবি মুছে ফেলে ভক্তদের উদ্দেশে নাসির ফেসবুকে লেখেন,‘আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলিট করে দিলাম, এখন খুশি তো? আপনাদের মতো ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না, তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।’

সতীর্থ নাসির হোসেন ও তার বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় মাশরাফি বিন মর্তুজা নিজের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিয়েছেন। নাসির হোসেনের পাশে দাঁড়াতেই মাশরাফির এমন সিদ্ধান্ত।

মাশরাফির পর নাসির হোসেনের পাশে দাঁড়ালেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম।সোমবার ফেসবুকে ভক্তদের উদ্দেশে দেওয়া এক মেসেজে মুশফিক সবাইকে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। মুশফিক লিখেন,‘ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরকে সবচেয়ে উৎসাহিত ভক্ত হিসেবে গণ্য করা হয়। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিকেটাররা ভক্তদের থেকে সবসময় ভালো সমর্থন পেয়ে থাকে। আশা করছি এই সমর্থন শেষ পর্যন্ত থাকবে। প্লিজ, সামাজিক মাধ্যমগুলোতে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। শুধু বাংলাদেশি ক্রিকেটার নয়, বিদেশি তারকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন।’

নিজেদের দায়িত্ব বোঝাতে মুশফিক আরো বলেন,‘ক্রিকেটাররা জাতিকে গর্বিত করার জন্য মনে-প্রাণে চেষ্টা করেন, তাই বিনিময়ে তাদেরও সম্মান প্রাপ্য। সেজন্য পরিছন্ন মতামত দেওয়ার অনুরোধ করছি।’

বাজে মন্তব্যকারীদের ব্যান করে পেজ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন মিস্টার ডিপেনডেবল মুশফিকুর রহিম।



মন্তব্য চালু নেই